Logo
বুধবার, জানুয়ারী ২৯, ২০২৫

মেডিকেলে এমবিবিএসে ভর্তি শুরু ৮ মে

সাংবাদিকের নাম

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৫, ০২:৩৮ এএম

২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে সরকারি মেডিকেলে আগামী ৮ মে থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত এবং বেসরকারি মেডিকেলে ১৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থী ভর্তির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নির্দেশক্রমে নিম্নরূপভাবে অনুমোদন করা হলো। সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ৮ থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলবে। আর ক্লাস শুরু হবে ১ আগস্ট।

এতে আরও বলা হয়, বেসরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৬ জুন। আবেদন বিতরণ শুরু হবে ২১ জুন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জুলাই। ক্লাস শুরু হবে ১ আগস্ট।