Logo
শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫

ফিফটির পর সাজঘরে ফিরলেন লিটন দাস

সাংবাদিকের নাম

প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৫, ০৯:৪১ পিএম

ঢাকা টেস্টের পঞ্চম দিনের লাঞ্চ বিরতির পর লিটন দাস ছুঁয়েছেন ফিফটি। তবে এরপর আর বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটরক্ষক এই ব্যাটার। আসিথা ফার্নান্ডো দুর্দান্ত এক ফিরতি ক্যাচে সাজঘরে ফিরিয়েছেন তাকে। ১৩৫ বলে ৩ বাউন্ডারিতে লিটনের ৫২ রানের ধৈর্যশীল ইনিংসটির পরিসমাপ্তি আবারো শঙ্কায় ফেলে দিয়েছে বাংলাদেশকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে টাইগারদের সংগ্রহ ১৫৬ রান। লিড এসেছে মাত্র ১৫ রানের। সাকিব ৫৫ আর মোসাদ্দেক হোসেন শুন্য রানে অপরাজিত আছেন।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, ম্যাচ বাঁচাতে হলে মুশফিক ও লিটন জুটিকে ব্যাট করতে হবে লাঞ্চ পর্যন্ত। এরপর তিনি নিজে ক্রিজে গিয়ে সময় কাটাতে চান অন্তত তিন ঘণ্টা। লাঞ্চের আগে উইকেট হারালেও একটির বেশি হারানো যাবে না, বলেছেন সাকিব। প্রথম সেশনে একাধিক উইকেট হারালেই দলের জন্য বাজে হবে বলে ধারণা তার।

নিজের কথার মান রেখেছেন সাকিব। মুশফিক ফিরলেও লিটনকে নিয়ে প্রথম সেশন পাড়ি দিয়েছেন সাকিব।