সাংবাদিকের নাম প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৪ পিএম
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর জামিন পেয়েছেন। সোমবার (১৩ জুন) রাতে সিদ্ধান্ত ছাড়াও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাকি চারজনেরও জামিন হয়েছে।
রোববার ( ১২ জুন) বেঙ্গালুরুর এক অভিজাত হোটেল থেকে আটক করা হয় তাকে। বেঙ্গালুরু পুলিশ জানায়, সিদ্ধান্ত সেখানে আমন্ত্রিত ছিলেন ডিজে হিসেবে। তবে তিনিও ওই পার্টি চলাকালীন মাদক নিয়েছিলেন। পরে সিদ্ধান্তকে গ্রেপ্তার করে মাদকের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
যদিও ছেলে মাদক গ্রহণ করেছেন, এ কথা যদিও মানতে রাজি ছিলেন না শক্তি কাপুর। সংবাদমাধ্যমকে তিনি বলেন, এটা অসম্ভব। আমার ছেলে মাদক নিতেই পারে না।
তবে তদন্তে অন্য রকম তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রের খবর, সেই পার্টি থেকে সাতটি এমডিএমএ ট্যাবলেট এবং কয়েক প্যাকেট গাঁজা পাওয়া গেছে। পুলিশ হানা দেওয়ার পর সেগুলো সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষমেশ তা করা যায়নি।
অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করা হয়েছে। তবে জামিন পেয়েও নিশ্চিন্তে থাকার সুযোগ নেই। ডাক পড়লে হাজিরা দিতে হবে প্রত্যেককেই।