Logo
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
logo

সরকারি অনুদান পেলেন শাকিব-অপু


সাংবাদিকের নাম   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৪, ০৯:১৪ পিএম

সরকারি অনুদান পেলেন শাকিব-অপু

চলচ্চিত্রশিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রতিবছর সরকার থেকে অনুদান দেওয়া হয়। এ বছর ১৯টি সিনেমাকে অনুদান দিয়েছে সরকার। এবার ৬৫ লাখ টাকা করে সরকারি অনুদান পেয়েছেন প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। সিনেমা নির্মাণের জন্য আলাদাভাবে প্রযোজক হিসেবে তাদের এই অনুদান দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুন) তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

শাকিব খান 'মায়া' সিনেমার জন্য ৬৫ লাখ অর্থ অনুদান পাচ্ছেন। শাকিবের সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। 'লাল শাড়ি' সিনেমার জন্য অপু বিশ্বাস পাচ্ছেন ৬৫ লাখ টাকা। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস।

১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি এ অনুদান চালু করা হয়। মাঝে কয়েক বছর বাদে প্রতিবছরই অনুদান দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নাম প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।