Logo
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

সাই পল্লবীর বিরুদ্ধে থানায় অভিযোগ

সাংবাদিকের নাম

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪, ০৩:২৫ এএম

আইনি জটিলতায় জড়ালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে এক মন্তব্যের কারণে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পল্লবীর বিরুদ্ধে হায়দরাবাদের সুলতানবাজার থানায় অভিযোগ দায়ের করেছে বজরং দল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে এক মন্তব্য করেন দক্ষিণী সিনেমার এ নায়িকা। ওই সাক্ষাৎকারের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন সিনেমার প্রচারে গিয়ে রাজনীতি নিয়ে প্রশ্নের সম্মুখীন হন এ তারকা। সে সময় তিনি বলেন, নিরপেক্ষ পরিবেশের মধ্যে বড় হয়েছি। বাম-ডানপন্থীদের সম্পর্কে অনেক কিছু শুনেছি। কিন্তু, বলতে পারব না কে ঠিক আর কে ভুল। দ্য কাশ্মীর ফাইলস ছবিতে দেখানো হয়েছে, কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হয়েছে। সম্প্রতি এক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিলেন। তাকে মুসলমান বলে সন্দেহ করায় হত্যা করা হয়েছে। হত্যার পর হামলাকারীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছেন। কাশ্মীরের ঘটনার সঙ্গে এর কী ফারাক রয়েছে?

তবে সাই পল্লবীর বিরুদ্ধে মামলা হওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে কিছু বলেননি এ অভিনেত্রী।